জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ
রাজবাড়ীতে মানবিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে রংপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনিকে আহবায়ক এবং বেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফরোজা বানু মিথুনকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (৪জুন) দুপুরে আহবায়ক কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ডা. শরীফ ইসলাম।
তিনি বলেন, ৩১মে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর পূর্বোক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনের অধিকতর গতিশীলতা আনয়নে ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উক্ত কমিটি আগামী অনুর্ধ্ব ৩০ দিনের মধ্যে সাধারণ সভার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র তৈরী ও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন ও যাবতীয় কার্যক্রম পরিচালনা করা করবে।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সবুজ ও নূরুল ইসলাম। সদস্যবৃন্দ হলেন- আল মামুন, রাতুল হাসান, শরীফ ইসলাম, মো. শরীফুল ইসলাম, নিষাদ আলমগীর, খ.ম. মুহতাশিম মাহমুদ হাসিব ও মো. সোলায়মান হোসেন।
আহবায়ক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন রনি বলেন, করোনাকালীন ২০২০সালে ক্যাপ্টেন ডা. সুমন হুসাইনের হাতে যাত্রা শুরু হয় মানবিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের। সেই সময়ে করোনা মহামারীর মধ্যে যেভাবে ফাউন্ডেশনটি কাজ করেছে রাজবাড়ীবাসীর জন্য তা সবার কাছে দারুণ ভাবে প্রশংসিত হয়েছিল। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনটি যেভাবে কাজ শুরু করেছিলো, তা এখনো দারুণ ভাবে চলমান রয়েছে।
রাজবাড়ীর কিছু মানবিক মানুষের সহায়তা ও দিক নির্দেশনায় সংগঠনটি রাজবাড়ীর অসহায় মানুষের কাছে একটি আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আরো সুন্দরভাবে ফাউন্ডেশনের অগ্রযাত্রা ত্বরান্বিত করে রাজবাড়ীর শিক্ষা, সেবা ও উন্নয়ন নিশ্চিত করতে এই সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাবে।