রাজবাড়ীতে ৪ দিনব্যাপী নাট্যাৎসব শুরু ৯ ফেব্রুয়ারি

আরো ঢাকা পরিবেশ বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী>>
রাজবাড়ী থিয়েটার এর ৪ যুগ পূর্তিতে রাজবাড়ীতে শুরু হতে যাচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে ৪ দিনব্যাপী নাট্যাৎসব ।

“নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজবাড়ী থিয়েটার এর আয়োজনে রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে এ নাট্যাৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়ে রোববার (১২ ফেব্রুয়ারী) ৪ দিনব্যাপী নাট্যাৎসবের উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপ্রতি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। নাট্যাৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক নাসিম শফি ও বিশিষ্ট নাট্যজন ঝুনা চৌধুরী। নাট্যাৎসবে দেশের সুনামধন্য নাট্যদলসহ দেশের বাইরে থেকেও নাট্যদল এ উৎসবে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের বিপরীতে ঘরছাড়া এর তৃতীয় তলার হলরুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী থিয়েটার এর সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল। এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটার এর সহসভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, সাইফুল ইসলাম সোহাগ প্রমূখ।

এ নাট্যোৎসব প্রসঙ্গে রাজবাড়ী থিয়েটার এর সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা বলেন, রাজবাড়ী থিয়েটার এর চারযুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসবে “কবর, ঊর্ণাজাল, বৈতংসিক, মাংকি ট্রায়াল, চন্দ্রগ্রহন, লংমার্চ, সাইরেন, নাটক মঞ্চায়ন করা হবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.