জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
রাজবাড়ীতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অরুণোদয়ের উদ্যোগে ‘যন্ত্র বাজাও অন্তর জাগাও, অন্তরে অন্তরে’ প্রতিপাদ্য হাইয়ায় গিটার বাজানোর পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের পান্না চত্বর এলাকায় রাজবাড়ী মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের মুখপাত্র অঙ্কন রানা। এসময় অরুণোদয়ের সাধারণ সম্পাদক শ্রাবণী দত্ত জয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দীনার লাকী উপস্থিত ছিলেন। রাজবাড়ীর কৃতিসন্তান সদ্য প্রয়াত আইনজীবী সৈয়দ রফিকুছ সালেহীনকে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সমাজে যে হারে মাদকের বিস্তার লাভ করেছে, ইভটিজিং হচ্ছে, মানবিক মূল্যবোধ বিপর্যয় হচ্ছে, তা রোধ করার জন্য সাংস্কৃতিক চর্চা জরুরী। আর এ সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ হতে পারে হাওয়াইয়ান গিটার উত্তম মাধ্যম।
ঢাকা, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলার গিটার শিল্পীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।