জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় ট্রেনে কাটা পরে আনন্দ কুমার হলদার নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মাছ ব্যাবসার পাশাপাশি বাড়তি আয়ের জন্য সে মাঝে মধ্যেই জেলা শহরের মধ্যে অটো রিকশা চালাতেন।
নিহত আনন্দ কুমার হলদার রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকার সুবধ চন্দ্র হলদারের ছেলে। রবিবার ( ২২ মে ) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
রাজবাড়ীর রেলওয়ে থানা ( জিআর পি’র ) উপ পরিদর্শক ( এসআই ) মো. আছাদুজ্জামান জানান, রবিবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী শার্টল ট্রেন জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় আসলে অসাবধানতাবসত রেল লাইন পার হওয়ার সময় আনন্দ হলদার ট্রেনে কাটা পরে। এতে ঘটনাস্থলেই তিনি মারা।
তিনি আরো জানান স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।