রাজবাড়ী সংবাদদাতাঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৪ জুলাই ) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন। স্বাগত বক্তৃতা করেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।
এসময় মৎস্যজীবি, মৎস্য চাষীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।