জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
“দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্য ব্যাবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় এক বর্নাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান। সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, ফায়ার সার্ভিন এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুর রহমান বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বিভিন্ন প্রকার দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শহরের অংঙ্কুর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় মহড়া। এতে রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তাদের বিভিন্ন প্রকার শারিরিক কসরত ও দুর্যোগ মোকাবেলার করনীয় প্রদর্শন করেন।