জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ
রাজবাড়ী সদর উপজেলার কোলার হাটে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
বুধবার (১ জুন ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫০ থেকে ৬০ লক্ষ্য টাকার মালামাল আগুনে পুরে নষ্ট হয়েছে বলে দাবী ব্যাবসায়ীদের।
অগ্নিকান্ডে রাসেল হার্ডওয়ার, আলমের মিষ্টি দোকান, করিমের লেপের দোকান, বিধান কর্মকারের স্বর্ণের দোকান, বাবুল তালুকদারের মুদি দোকান, গৌতম রায়ের টিভি মেকানিকের দোকান ভস্মিভুত হওয়াসহ ১০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসসহ গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ী উপ পরিচালক আব্দুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। ব্যাবসায়ীদের বরাত দিয়ে তিনি বলেন এই অগ্নিকান্ডে অর্ধলক্ষ্য টাকার ক্ষতি হয়েছে৷