রাঙ্গামাটির জীবতলীতে বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধ মহিলা নিহত

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। নিহতের নাম তাপসি চাকমা, তারঁ বয়স ৬০। তাঁর স্বামীর নাম গোপাল চন্দ্র চাকমা।

সোমবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৪টায় রাঙ্গামাটি সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজ বাড়ীতে বন্যহাতি হামলা করলে ঘটনা স্থলে বৃদ্ধার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

জীবতলী ইউপির মেম্বার ধন চাকমা জানান, রাতে ঐ বৃদ্ধা প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ঐ সময় তিনি হঠাৎ হাতীর আক্রমনের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।
স্থানীয় গ্রামবাসী জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীঘদিন ধরে একটি বণ্যহাতীর পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ডুকে ঘর বাড়ি ও ফসল বিনষ্ট করছে। এতে মানুষ আতংকে দিন কাটাচ্ছে। জীবতলীতে গত কয়েক বছরে বন্য হাতীর আক্রমনের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন লোক মারা গেছে বলে তারা জানান৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.