রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটিতে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সরকারী আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্না খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সবির কুমার চাকমা, বিপুল ত্রিপুরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান প্রমূখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটিতে করোনায় ক্ষতিগ্রস্থ ১২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে ৩৬ লক্ষ টাকার সরকারী প্রণোদনার অর্থ বিতরণ করা হয়।