দূর্বার

রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের ১ম বার্ষিক সম্মেলন

চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

শেখ ইমতিয়াজ কামাল ইমন, রাঙ্গামাটি থেকেঃ
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ অসাম্প্রদায়িক চেতনাকে আরো মজবুত করতে আমাদের সকলকে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন বাংলাদেশ কারো একার দেশ নয় বাংলাদেশ সকল সম্প্রদায়ের দেশ। তাই বাংলাদেশের কোন সম্প্রদায় একা ভালো থাকলে চলবে না সকলকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি আমরা।
আজ সোমবার ২৩ মে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের ১ম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপট পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির উপ পরিচালক তপন কান্তি পাল, রাঙ্গামাটি পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রতিনিধি শিক্ষক লিটন দেব।
সম্মেলনে তিন পার্বত্য জেলার শতাধিক পুরোহিত ও সেবাইত অংশ গ্রহণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.