রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসীর মামুন পিএসসি।
এসব শিক্ষা সামগ্রী বিতরণ ও বিদ্যালয়  পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির মামুন পিএসসি।

এসময় বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজিবির সূত্র জানায়, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.