রাঙামাটি সংবাদদাতাঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হচ্ছে আদিবাসী দিবস।
সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করে আদিবাসী ফোরাম রাঙামাটি জেলা।
বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা পৌরসভা থেকে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নানা বয়সী ক্ষুদ্র নৃগোষ্ঠির সাধারণ মানুষ তাদের ঐতিহ্যবাহী পোষাক পড়ে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার আদিবাসী শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতিকে উসকে দিচ্ছে একইসাথে আদিবাসীদের সাংবিধানিক আধিকার হরন করছে। পাহাড়ে যে নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য পার্বত্য শান্তি বাস্তবায়ন না হওয়াকেই দায়ী করেছেন বক্তারা। একইসাথে দ্রুত আদিবাসী স্বিকৃতি প্রদানের পাশাপাশে চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের জোড় দাবি জানান বক্তারা।