রাউজান প্রতিনিধি
রাউজান প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য,
দৈনিক আজকের চট্টগ্রাম ও বাংলা পোর্টালের রাউজান প্রতিনিধি,ধর্মক্ষেত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রয়েল দত্তের শ্বশুর নিপু চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২১ জুন শুক্রবার দুপুর ২ টায় তিনি মারা যান। শুক্রবার রাতে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামের নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী মেরী চৌধুরী, পুত্র জয় চৌধুরী,অজয় চৌধুরী, কন্যা প্রিয়া চৌধুরী ,জামাতা, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে। রয়েল দত্তের শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ, ধর্মক্ষেত্র সংগঠন চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটি সহ বিশিষ্ট জনেরা। উনারা বিদেহী আত্মার সদগতি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।