রাউজান পশ্চিম গুজরা আশালতা সংঘের উদ্যোগে ২ দিন ব্যাপী কালী পূজা উদযাপিত

আরো চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
রাউজান পশ্চিম গুজরা আশালতা
সংঘের উদ্যোগে জ্বালাকুমারী মন্দির প্রাঙ্গনে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী কালী পূজার উৎসব উদযাপিত হয়েছে । গীতা পাঠ,পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান , নৃত্য, আবৃত্তি , আরতি, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এক উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে এই পূজা। পূজা মন্ডপে সরজমিনে গিয়ে দেখা যায়, মন্ডপে নারী, শিশু সহ প্রচুর ভক্তের ভিড়। উৎসব মূখর পরিবেশে ভক্তরা উদযাপিত করেছেন এই পূজা। পূজা কমিটির সভাপতি জুয়েল বিশ্বাস , সহ সভাপতি বিপ্লব দে, অভিজিৎ কর, বাবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বরুন দে, সহ সাধারণ সম্পাদক পিংকন বিশ্বাস, রবি বিশ্বাস, জনি বিশ্বাস, অর্থ সম্পাদক সুজন বিশ্বাস, সহ অর্থ সম্পাদক কৃষ্ণ কর , সুমন কর, অলক দে, সাংস্কৃতিক সম্পাদক সুমন সেন, সহ সাংস্কৃতিক সম্পাদক অসীম বিশ্বাস, প্রান্ত দে, রিংকন বিশ্বাস, প্রচার সম্পাদক পরিতোষ বিশ্বাস, সহ প্রচার সম্পাদক জয় বিশ্বাস, শুভজিত কর, দেবু বিশ্বাস সহ কার্যকরী কমিটি এবার পূজার দায়িত্বে ছিলেন ।পুজা কমিটির সাধারণ সম্পাদক বরুন দে বলেন, প্রতি বছরের মতো এই বছর ও খুব উৎসব মূখর ও শান্তি পূর্ণভাবে আমরা কালী পূজা উদযাপন করেছি। অনেক ভক্তের সমাগম হয়েছে। আশালতা সংঘের সভাপতি নেপাল কর , সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস সুন্দর ভাবে পূজা উদযাপন করতে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.