রাউজানে সিংহ পরিবারের উদ্যোগে পাল্টা মনসা পুথি পাঠ অনুষ্ঠিত

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজান উপজেলার সিংহ পরিবারের উদ্যোগে মা মনসা পূজা উপলক্ষে গত ১৪ আগস্ট, বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল পাল্টা মনসা পুথি পাঠ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রীপতি সিংহের বাড়ি প্রাঙ্গণে।

পাল্টা মনসা পুথি পরিবেশন করেন শ্রী বিকাশ দত্ত, শ্রী মেঘনাথ সরকার ও শ্রী সঞ্জয় গান্ধী দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন আশুতোষ সিংহ ও বিজন সিংহ। সহযোগিতায় ছিলেন অজিত সিংহ, প্রিয়তোষ ও ভবতোষ।

এ আয়োজনের সার্বিক সহযোগিতা করে দক্ষিণ চিকদাইর যুব উন্নয়ন সমিতি। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ও সাংস্কৃতিক এই আয়োজন ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতি বছরের মতো এবারও মা মনসা পাল্টা পুথি কীর্তন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কামনা, এই পারিবারিক ঐতিহ্য যেন বছরের পর বছর ধরে অটুট থাকে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *