রমজান মাস সমবেদনা,সহযোগিতা প্রদর্শন ও আত্মশুদ্ধির মাস- তারেক শামস খান হিমু

আরো ইসলামিক ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: বছর ঘুরে আবার আমাদের মাঝে চলে এসেছে মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে রহমত,মাগফেরাত ও নাজাতের মাস।

পবিত্র রমজান মাসের শুরুতে সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিন টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি জননেতা তারেক শামস খান হিমু।

এ বিষয়ে জননেতা তারেক শামস খান হিমু গণমাধ্যমকে বলেন- রমজান মাসে আল্লাহ আমাদের সবাইকে আত্নশুদ্ধির জন্য একে অপরকে সুযোগ করে দেন। পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ।

পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আল আমিনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরও বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে ।

অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ইমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।

হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসা সহ সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।

মানবাধিকার, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় মুসলমানদের সচেষ্ট থাকতে হবে। রমজান মাস সমবেদনা ও সহযোগিতা প্রদর্শন ও আত্মশুদ্ধির মাস। পাশাপাশি এটি সবর ও ধৈর্যের মাস। মাহে রমজানের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে এ প্রার্থনা জানাই।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.