রংপুর জেলা ডিবি’র অভিযানে গাঁজাসহ মোটরসাইকেল আটক

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

মোঃ হামিদুর রহমান লিমন,ক্রাইম রিপোর্টারঃ
গতকাল ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ দুপুর ১২:০৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র এসআই/সিব্বির আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপি’র পূর্ব ইচলী মৌজাস্থ খাড়ারভাজ ব্রিজের উপর বালারঘাট টু গংগাচড়াগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে কালীগঞ্জের দিক থেকে আসা একটি পুরাতন ব্যবহৃত Hero Honda Splender ১০০সিসি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেল ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পাওয়া উক্ত মোটরসাইকেল বিধি মোতাবেক তল্লাশি করে সিট কভারের নিচে সাদা প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাটের সুতলি দ্বারা বাঁধা অবস্থায় ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন। এসআই/ সিব্বির সঙ্গীয় ফোর্সসহ পলাতক অজ্ঞাতনামা অভিযুক্তদ্বয়কে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.