যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সারিয়া চৌধুরী, লাকসামঃ
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলাকারী ইজরায়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তারা বাংলাদেশীসহ সারা বিশ্বের মানুষের প্রতি ইজরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদ উল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মোঃ নুরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী ও সাধারণ মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.