রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি বলেছেন,যারা নির্বাচিত রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে উর্দি পড়ে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখলের পর হত্যার বিচার রুখে দিতে ইনডেমেনিটি আইন করতে পারে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না। ১ জানুয়ারী সোমবার বিকালে আসন্ন্ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-২ আসনে নৌকার সমর্থনে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃ›ন্দের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমাণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি আলহাজ¦ রাশেদ খান মেনন বলেন,কুটিল ষড়যন্ত্রের মধ্যে জটিল এ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগে নিজেকে বিজয়ী করতে হবে কারন নিজে বিজয়ী হলে নৌকা বিজয়ী হবে এবং শেখ হাসিনা বিজয়ী হবেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান,বরিশালের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা প্রমুখ। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বড়াকোঠা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও এফবিসিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ্,জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান,মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মো. আক্তারুজ্জামান মিলন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী,উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরাসহ দুই উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ,অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।