যশোরে ফের জেলি পুশ করা চিংড়ির চালান আটক

আইন-অপরাধ আরো খুলনা সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

বিল্লাল হোসেন, যশোর থেকেঃ
রফতানির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাবার পথে আবারও ইনজেকশনের মাধ্যমে অবৈধভাবে জেলি পুশ করা চিংড়ির একটি চালান আটক করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার গভীররাতে যশোর শহরের চাঁচড়া মোড়ে একটি ট্রাক থেকে অবৈধ জেলি পুশ করা ১১ লাখ টাকা মূল্যের দেড় টন ওজনের চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়।

এ সময় জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার দুজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ জানতে পারে, চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকরভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে একটি ট্রাক ভর্তি চিংড়ি মাছ সাতক্ষীরা হতে ঢাকায় যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা হতে র‌্যাব যশোর-বেনাপোল সড়কের চাঁচড়ায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি ট্রাক (যশোর-ট- ১১-৪৩৭১) থেকে ৫৭টি ককশিট ভর্তি চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। রাত দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.