বিল্লাল হোসেন, যশোর থেকেঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলু (৪৮) খুন হয়েছে। বোমার বিস্ফোরণের পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে ঘটনাটি ঘটে। নিহত বাবলু মহিষাকুড়া গ্রামের রাহাজান মোল্যার ছেলে। তার বিরুদ্ধে শার্শা ও বেনাপোল থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আশানুজ্জামান বাবলুর রহমান বালুন্ডা বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে প্রথমে বোমা বিস্ফোরণ করে। উপস্থিত লোকজন দিগবিদিক ছুটে গেলে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা ইউপি সদস্য বাবুলকে খুন করেছে। তবে খুনিদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটকের পর হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। বাবলুর বিরুদ্ধে থানায় ১২ টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, ইউপি সদস্য বাবলুর বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ ছিলো। খুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, বাবলুর রহমান আগে চোরাচালান সিন্ডিকেটের একজন সদস্য ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউপি সদস্য পদে নির্বাচিত হন। জনপ্রতিনিধি হওয়ার পর বাবলুর চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে থাকে। খুনের কারণ সম্পর্কে তারা কিছু বলতে পারেননি। তবে চোরাচালান সিন্ডিকেট পরিচালনা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ বাবলুকে খুন করতে পারে।