যশোরে আরও ১০ পিস সোনার বার উদ্ধার

আইন-অপরাধ আরো খুলনা সারাদেশ
শেয়ার করুন...

যশোর সংবাদদাতাঃ
যশোরের আরও ১০ পিস সোনার বার উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের গ্রীন লাইনের একটি বাসের ছিটের নিচ থেকে সোনার বারগুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পরিবহন বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) বাসে তল্লাশী চালানো হয়। এ সময় ছিটের নিচ থেকে ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। তবে পাচারকারীকে আটক করা যায়নি৷ এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত আসামি করে নামে সোনা পাচার মামলা দায়ের করা হয়েছে। এদিকে, এর আগে ১৯ জুন ভোরে শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে ১০ পিস সোনার বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.