যশোর সংবাদদাতাঃ
মঙ্গলবার যশোর সদর উপজেলার বসুন্দিয়া পদ্মবিলায় মেইন রাস্তার পাশে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় রসি পেচানো ছিলো।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০ টার দিকে পুকুর থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। এলাকার লোকজন কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি। পরনে লাল শার্ট এবং একটি প্যান্ট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা গলায় ফাঁস দিয়ে হত্যার পর মৃতদেহ পুকুরে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও খুনিদের চিহ্নিত করতে পুলিশের টিম মাঠে নেমেছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শক করেছেন।