সাঈদ ইবনে হানিফ
যশোরের অভয়নগরে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার এইচএম কমিউনিটি সেন্টারে ১১ নভেম্বর শনিবার বিকেলে ( হাঙ্গার প্রজেক্টের) আওতায় আয়োজিত এই সভায়, বাঘারপাড়া – বসুন্দিয়া ও অভয়নগর এলাকার নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতনতা তৈরি ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক – সুজনের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম, উপস্থিত ছিলেন, এরিয়া সমন্বয়কারী গিয়াস উদ্দিন, ইউথের পক্ষ থেকে ছিলেন এ্যাডঃ ফাইনারা বর্না, সুজনের বাঘারপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হাসান মিঠু, কোষাধ্যক্ষ অজয় কুমার বিশ্বাস, সুজনের বাঘারপাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও গ্রামের সংবাদ, পত্রিকার প্রতিনিধি সাঈদ ইবনে হানিফ, সদস্য তাহমিনা বেগম, হাফিজ উদ্দিন, সুজনের যুগ্ম সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি মোঃ ফরিদুজ্জামান, পিএফজির পক্ষ থেকে মোঃ শহিদুল ইসলাম, লাইলা খাতুন, সাংবাদিক গাজী আবুল হোসেন, হাবিবুর রহমান, সৈয়দ সিরাজুল হক প্রমূখ ঃ অনুষ্ঠান সঞ্চালনা করেন, সুজনের অভয়নগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল লতিফ । আলোচনা সভায় নাগরিক সমাজের প্রতিনিধিগন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে স্ব, স্ব এলাকায় ভোটারদের সচেতন,,রাজনৈতিক কর্মীদের শান্তিপূর্ণ সহাবস্থান তৈরিতে নাগরিক সমাজের দায়বদ্ধতা ও ভূমিকার উপর বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়।