বাগেরহাট সংবাদদাতাঃ
মোংলায় বৃষ্টির জন্য ইস্তেগফার নামাজ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮ টায় পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কয়েকশত মুসল্লিদের উপস্থিতে
এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ইস্তেগফার ও বৃষ্টির জন্য দোয়া করেন বি এল এস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ রেজাউল করিম। এ সময় মুসল্লিরা বৃষ্টির জন্য হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এই দোয়ার আয়োজন করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মোংলায় কোন বৃষ্টিপাত নেই। সেই সাথে চলছে প্রচন্ড তাপদাহ। অনাবৃষ্টি ও তাপদাহে শুকিয়ে গেছে এখানকার পুকুর ও জলাশয়। দেখা দিয়েছে সুপেয় ও নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত পানির তীব্র সংকট। এছাড়া তাপদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। সাম্প্রতিক সময়ে আশপাশ এলাকায় বৃষ্টিপাত হলেও দীর্ঘ কয়েকমাস ধরে বৃষ্টির দেখা নেই মোংলায়। তাই মুসল্লিদের নিয়ে এই দোয়ার আয়োজন করা হয়। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, বৃষ্টি না হওয়ায় মোংলার মানুষের দুর্ভোগের কারণে অন্তরে কষ্ট অনুভব করায় নিজ ইচ্ছায় ঈদগাহ মাঠে পৌর শহরের সকল মুসল্লিদের নিয়ে এ দোয়া করেছি। আল্লাহর কাছে মোংলার সকল মানুষের জন্য ক্ষমা ও রহমতের বৃষ্টি চেয়ে দোয়া করা হয়েছে। দোয়ার জন্য ঈদগাহ মাঠে আসা মোঃ আমানুল্লাহ, নিজাম উদ্দিন, গোলাম মোস্তফা ও হাফিজুর রহমান, আলামিন তালুকদার বলেন , দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির খুব কষ্ট হচ্ছে, ওজুর পানির সমস্যা। আর খাওয়া-দাওয়া ও রান্না বান্না কোন রমক করা হচ্ছে। এই মুহুর্তে বৃষ্টি না হলে পানি খাওয়া ও গোসলসহ সবই বন্ধ হয়ে যাবে। জানা গেছে, বৃষ্টির অভাবে ও প্রচন্ড তাপদাহে সকল পুকুর-ডোবা শুকিয়ে গেছে। পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের পুকুর দুইটিও শুকিয়ে পানির স্তর নিচে নেমে গেছে। বৃষ্টি না হলে দুই একদিন পরে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে।