মেয়াদ উত্তীর্ণ, বিবাহিত ও অছাত্রদের নিয়ে চলছে বাঘা উপজেলা ছাত্রলীগের কমিটি

আরো রাজনীতি রাজশাহী শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

বাঘা সংবাদদাতাঃ
দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মেয়াদ উত্তীর্ণ, বিবাহিত, বয়ষ্ক ও অছাত্র দের নিয়ে চলছে রাজশাহীর বাঘা উপজেলা শাখার কমিটি । দীর্ঘদিন ধরে পদ আগলে থাকায় দল ক্ষমতায় থাকার পরও সাংগঠনিকভাবে স্থবির হয়ে রয়েছে ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম। এছাড়াও নতুন নেতৃত্ব আসছে না উপজেলায় এমন অভিযোগ তৃণমূল ছাত্রলীগ নেতা-কর্মীদের।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ অক্টোবর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বিজ্ঞপ্তি দিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মাইনুল ইসলাম মুক্তা ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর নাম ঘোষণা করেন। এরপর ২০১৭ সালের ২৪ মে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। মাইনুল ইসলাম মুক্তা সভাপতির পদ থেকে অব্যবহিত নিলে ২০১৮-২০১৯ সালে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ১নং সহ সভাপতি সোহানুর রহমান সোহাগ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।

জানাযায়, ২০১৭ সালে গঠিত বাঘা উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ৬১ জনের মধ্যে বর্তমানে অধিকাংশ সদস্যর ছাত্রত্ব না থাকার পাশাপাশি বিবাহিত তারা । ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত বা অছাত্র কেউ ছাত্রলীগের কমিটিতে থাকার সুযোগ নেই। অথচ বাঘা উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদধারীদের পাশাপাশি অধিকাংশ সদস্যই বিবাহিত, শেষ করেছে ছাত্রত্ব। তারপরও বহাল তবিয়তে রয়েছেন ছাত্রলীগের পদে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতারা বলেন, বিবাহিত ও অছাত্রদের হাত থেকে বাংলাদেশ ছাত্রলীগ বাঘা উপজেলা শাখাকে মুক্ত করে নতুন কমিটি দিয়ে স্বক্রিয় করার দাবি জানাচ্ছি। বর্তমানে এই কমিটির অধিকাংশরাই বিবাহিত ও অছাত্র। এছাড়াও দীর্ঘসময় ধরে নতুন কমিটি না হওয়ায়, দল ক্ষমতায় থাকার পরও সাংগঠনিকভাবে স্থবির হয়ে রয়েছে ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম। বাঘা উপজেলা ছাত্রলীগকে গতিশীল করতে খুব দ্রুত নতুন কমিটির দাবী জানান তারা।

এ বিষয়টি জানতে বাঘা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা জানান, বাঘা উপজেলা ছাত্রলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বেশ কয়েক বছর আগেই, তার পাশাপাশি সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের অনেকেই বিবাহিত।

তিনি আরো বলেন, বাঘা উপজেলা ছাত্রলীগ কে গতিশীল করতে খুব দ্রুত বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট – বাঘার উন্নয়নের রুপকার আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি ভাইয়ের দিকনির্দেশনা মোতাবেক সম্মেলনের তারিখ ধার্য্য করে আওয়ামী পরিবারের সন্তান, ত্যাগী ও পরিক্ষিত ছাত্রনেতাদের নেতৃত্বে আনা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.