মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ: প্রেস সচিব

আরো জাতীয় ঢাকা
শেয়ার করুন...

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরই বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব লিখেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামালসহ জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের আইনের আওতায় আনার প্রতি তিনি আশাবাদী। তিনি জানান, ভারত ইতোমধ্যে জুলাই গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনা করছে।

তিনি আরও বলেন, ‘ঢাকার কসাই’ খ্যাত আসাদুজ্জামান খাঁন কামালকে দ্রুতই বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। জুলাইয়ের ঘটনাসহ শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন সামনে আসতে থাকলে কামালের ভূমিকা আন্তর্জাতিক মহলের আরও নজর কাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও লিখেন, কামালসহ যেসব আওয়ামী লীগ নেতা দায় এড়াতে অর্থ বা প্রভাব খাটানোর চেষ্টা করছেন, শেষ পর্যন্ত তাদের জন্য পালানোর পথ খোলা থাকবে না। জাতি হিসেবে যদি আমরা গণহত্যার শিকারদের ন্যায়বিচার দিতে অঙ্গীকারবদ্ধ থাকতে পারি, তবে দায়ীদের পরিণতি এড়ানোর সুযোগ ক্রমেই সংকুচিত হবে। তার ভাষায়,‘এটি কামালকে দিয়ে শুরু হবে, এরপর অন্যরা’।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *