হাজী কাজী নজরুল ইসলামঃ
মৃত্যু হবে পৃথিবীর প্রতিটি সৃষ্টির
যা কিছু স্রষ্টার সৃষ্টি।
আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সবার
দাওকি মানুষ দৃষ্টি?
পতন হবে আকাশের সাজানো যত
গ্রহ তারার রাজ্য।
জন্মিলে সবার মরণের তালিকায়
সৃষ্টিতেই যাহার প্রাপ্য।
আমি আমার নই কেহ কাহারো নয়
কণাও নহে, কেহ কার।
সাগরের জলও এক করিতে নাই
ফোটা ফোটা ব্যবহার।
কেহ কারো নয় যৌগিক অনুকরনে
একের সমাহার।
মরণে হয়েযায় ভিন্ন রূপের ধরন—-
আশ্চর্যের কারবার।