মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প” যথাযথভাবে বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন মঞ্জু

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, ফেনী সদর(চট্টগ্রাম)
ফেনীর দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে গ্রহণকৃত “মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প” যথাযথভাবে বাস্তবায়নের জন্য নাগরিক ঐক্য ও প্রশাসনের দুর্নীতিমুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভাটি সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, ফেনী অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রতিবছরই ভয়াবহ রূপ নিচ্ছে, যা কৃষি, বসতি ও সাধারণ জীবনে বিরূপ প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে সরকার যে পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে তা শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না রেখে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মজিবুর রহমান মঞ্জু বলেন, “যে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। ফেনীর মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের বন্যা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তবে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে যেভাবে অসন্তোষ বিরাজ করছে, তা তদন্তসাপেক্ষে দেখা জরুরি। অনেকেই চাইছেন সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হোক, যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে।”সভায় প্রকল্পের কারিগরি বিবরণ তুলে ধরেন প্রকৌশলী তরুণ মজুমদার। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ, ভূমি ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিয়েও আলোচনায় উঠে আসে নানা দিক।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), জেএসডির সাধারণ সম্পাদক শহিদউদ্দিন মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাঈদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, এনসিপি নেতা রিজভী, এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, পেশাজীবী, আলেম, ছাত্র প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *