মুজিব বর্ষে গৃহহীনদের দেওয়া ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) জনাব মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সফর করেন। এ সময় তিনি তাহিরপুর উপজেলার শিমুল বাগানের পাশর্^বর্তী মানিগাঁও গ্রামে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘরসমুহ পরিদর্শন করেন। তিনি তাহিরপুরে নির্মিত মাজিববর্ষের ঘর নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি উপকারভোগী পরিবারের আয়ের সংস্থান, কমিউনিটির উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং এ এলাকার পর্যটনের বিকাশ নিয়ে নানাবিধ নির্দেশনা প্রদান করেন।
এর পূর্বে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার সংলগ্ন এলাকা এবং জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দেওয়া জমি ও গৃহ প্রদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজার সংলগ্ন মুজিব পল্লীর ঘরগুলো ঘুরে দেখেন এবং সেখানে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও তাদের অবস্থার খোঁজখবর নেন।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মহাপরিচালকের এ সফরকে সুনামগঞ্জের দারিদ্র্য বিমোচন এবং পর্যটন বিকাশের দৃষ্টিকোন থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.