মুগ্ধ কে হারানোর পর থেকে আমি হাসতে ভুলে গেছি —লাকসামে স্নিগ্ধ

আরো কুমিল্লা চট্টগ্রাম জাতীয় পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরীর হীরাঃ
শনিবার (২৮ সেপ্টেম্বর) সুরক্ষা পরিবার ও আপনজনদের স্বীকৃতি এবং ভালোবাসা অনুষ্ঠান লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভালোবাসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র যমজ ভাই, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ৷ এসময় আরো বক্তব্য রাখেন,
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজিয়া বিনতে আলম, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন, লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান, লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডঃ সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ বদিউল আলম সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বেসরকারী বিশ্ববিদ্যালয়) সমন্বয়ক সাদিক আল আরমান, জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, গুম হওয়া হুমায়ূন কবির পারভেজের ভাই গোলাম ফারুক, শিল্পী মশিউর রহমান, লাকসাম নবাব পরিবারের সদস্য আয়েজ আলী চৌধুরী, সওয়াব বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন, গুম হওয়া হুমায়ূন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল, গুম হওয়া সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসানুল ইসলাম, ব্যবসায়ী খোরশেদ আলম তুহিন, আবুল কাশেম মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শুভ, যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত লাকসামের জিসানের পিতা বাবুল সর্দার প্রমুখ। অনুষ্ঠান শেষে সুরক্ষা পরিবারের প্রায় ৭ শতাধিক অতিথিকে আপ্যায়নসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.