মিথ্যা মামলার প্রতিবাদে লাকসামে সংবাদ সম্মেলন

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জাফর আহমেদ।। লাকসামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উত্তর লাকসামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শহিদুর রহমান।
২৮ জুলাই বিকেলে লাকসাম প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় শহিদুর রহমানের ছেলে সিরাত জিন্নাত সাইফ ও লাকসাম উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোঃ শহিদুর রহমান বলেন, গত ২৫ জুলাই আজগরা ইউনিয়নের ঘাটার গ্ৰামের বজলুর রহমানের ছেলে শাহ জালাল বাদী হয়ে তিনি সহ তিন জনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, উক্ত শাহজালাল আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে আগেও আমাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে কিন্তু আদালতে ওইসব মামলা প্রমাণ করতে না পেরে এখন আবার মিথ্যা মামলা শুরু করেছে। আমার ক্রয় করা সম্পত্তি জোর করে তারা দখলে নিতে চায়। ওই সম্পত্তি তাদের দাবি করে তারা ২০২১ সালে আমার বিরুদ্ধে পি,আর ১১৭২/২১ মামলা করেছিল কিন্তু ওই মামলায় তারা জাল জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে প্রমাণিত হওয়ায় আদালত ওই মামলা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। অতীতে অনেক অভিযোগ করেছে তারা। কোন অভিযোগ প্রমাণ করতে না পেরে এখন আবার নতুন মামলায় মেতে উঠেছে। এজন্য তিনি প্রশাসনের নিরপেক্ষতা ও ন্যায় বিচার প্রত্যাশা করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *