লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২১ফেব্রুয়ারী) সাংগঠনিক সফরে লক্ষীপুর যাওয়ার পথে সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে আয়োজিত পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের সকল ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যার উদাহরণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যারা কোন অন্যায়ের সাথে আপোষ না করে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন।
তিনি বলেন, কোন অন্যায়ের সাথে আপোষ বা মাথানত নয় বরং অন্যায় যেখানে, আমাদের সংগ্রাম সেখানে। এ সময় তিনি আগত সকলকে শুভেচ্ছা জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারী ডা. শাহাব উদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী শহিদ উল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত নেতাকর্মীরা কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দেন।