মানবিক ডা.নাজমুল হাসানের অনন্য উদারতা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ
শেয়ার করুন...

এফ.ওমরঃ “ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার “যখন চারদিকে হাহাকার করোনার ভয়াল থাবায় দিশেহারা জাতি, কাছের মানুষ দুরে চলে যায় সামাজিক বন্ধন মানবতাবোধ আজ লুকোচুরি খেলে, সেই বেদনাবিধুর মূর্হতে করোনার রোগীর দরজায় ডোর টু ডোর মহামানব রুপে হাজির হচ্ছে গরিবের ডাক্তার ক্ষেত ডা.নাজমুল হাসান, উনাকে দেখে অসহায় রোগী ও রোগীর স্বজনরা খুশিতে আত্মহারা, সকল হতাশার মাঝে আশার আলো দেখছে, “আজ সেভ্য দ্যা হিউম্যানেটি” ও সেভ লালমাই নামক সেচ্ছাসেবী দুটি সংগঠনের ফ্রি অক্সিজেন সাপ্লাই, এ্যাবুলেন্স সহ বিভিন্ন সেবা মূলক কাজের অংশ হিসাবে তাদের রোগীরদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছেন মানবিক ডা.নাজমুল হাসান এই মহামারিতে যেখানে অনেক ডাক্তার রোগীর চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দিচ্ছে সেখানে ডা.নাজমুল হাসানের জীবনের ঝুঁকি নিয়ে রোগীর দরজায় গিয়ে সেবা প্রাদনের গঠনা বিরল।সচেতন মহল এলাকাবাসী ডাক্তার নাজমুল হাসানের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন,এবং আল্লাহর কাছে উনার নেক হায়াত কামনা করে তোয়া করেন। এই প্রসঙ্গে ডাক্তার নাজমুল হাসান বলেন আমার জানামতো কোন রোগীকে বিনা চিকিৎসায় মরতে দিবোনা আমার বাবার স্বপ্ন ছিলো আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করবো বাবার স্বপ্ন এবং আমার দায়িত্ববোধ থেকে আমি সেবা প্রদান করে যেন মানুষের পাশে থাকতে পারি আল্লাহর কাছে এই দোয়া টুকু আপনারা করবেন।ডাক্তার নাজমুল হাসান প্রতি রবিবার ও বুধবার বিজরা আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের নিয়মিত রোগী দেখেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *