শাহরাস্তি উপজেলাধীন মেহের উত্তর ইউনিয়নের দেবিপুর গ্রামের বাসিন্দা মো.কামাল হোসেন(৪২),পিতা-আলী আকবর,১৭ ই সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার সময় পরিবারের লোকজনের জন্য ঔষধ আনতে নিজ বাড়ি থেকে স্থানীয় কালিয়াপাড়া বাজারে অটোরিকশা যোগে যাওয়ার পথে বাজার সংলগ্ন উত্তর পাশেই একটি ট্রাক পিছন দিক থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। অটোরিকশাটি রাস্তার পাশে থাকা গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায়।
রিকশায় থাকা যাত্রী কামাল হোসেন ট্রাক এবং গাছের যাতায় পড়ে তার দু’টো পা ভেঙ্গে যায়।পা দু’টি চারটি জায়গায় ভেঙ্গে যায়।মারাত্মক ভাবে আহত কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।তার পায়ে সফল অস্ত্রোপাচারের মাধ্যমে চিকিৎসা প্রদান করে ডাক্তারের অধীনে স্থানীয় একটি হাসপাতালে ভর্তিতে রাখা হয়।
অবস্থার অবনতি হলে তৎক্ষনিক কুমিল্লা ট্রমা হাসপাতালে আরো দুটি অপারেশন সম্পন্ন করা হয়। লক্ষাধিক টাকা ব্যয় হওয়ার পরও চিকিৎসক জানিয়েছেন চিকিৎসা বাবদ প্রায় ৪লক্ষ টাকা প্রয়োজন।
ভাই,বোন, স্ত্রী ও ৩ মেয়ে সহ বিশাল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি পঙ্গু হয়ে পরিবারের ভরনপোষণ ও নিজের চিকিৎসাব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অর্থসংকটে পতিত হওয়া কামাল হোসেন সকলের নিকট চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আহবান করেছেন।
সহযোগিতার জন্য বিকাশ নাম্বার—০১৭৬২২৮৮৮২৪
(বিকাশ পার্সোনাল)
মো.কামাল হোসেন
গ্রাম -দেবিপুর
পোঃ-কালিয়াপাড়া
শাহরাস্তি, চাঁদপুর।