রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়েখে চরমোনাই হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, মানবরচিত আইনে নয়,পবিত্র কোরআনের আইনে দেশ পরিচালিত হলে প্রকৃত শান্তি আসবে । আল্লাহ্ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে নবী রাসুলদের পাঠিয়েছেন ইসলাম প্রচারসহ মানুষকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে বরিশালের বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে বিশাল এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ানে তিনি এসব কথা বলেন। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছারউদ্দিন। বিশেষ বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বরিশাল জেলা শাখার সেক্রেটারী ও জাগুয়া ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ খান আজাদী। ওয়াজ মাহ্ফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. শিহাবুদ্দিন নেছরাবাদী সভাপতিত্ব করেন। মাহফিলে বর্তমান বিশে^র মুসলমানদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা ও বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দোয়া মোনাজাত করা হয়।
