‎মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
‎হবিগঞ্জ জেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।

‎বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎আটককৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের বাসিন্দা নজির উদ্দিন (৩০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মদ সরবরাহের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

‎মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *