
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী আংশিক প্রতিবন্ধী কিশোরী তাসিয়াকে ধর্ষণের অভিযোগে তার চাচা মোঃ কদ্দুছ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনা ঘটেছে ২২ ডিসেম্বর ২০২৪, আদাঐ ইউনিয়নের গোপালপুর গ্রামে। কিশোরীর পিতা অভিযোগ করেন, চাচা সুযোগ বুঝে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরিবার বিষয়টি বুঝতে পেরে চিকিৎসকের পরামর্শে কিশোরীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
মাধবপুর থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ মামলা না নেওয়ায় পরিবার আদালতের শরণাপন্ন হন।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জ মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।”