মাধবপুরে বোয়ালিয়া নদী থেকে বালু উত্তোলন,ধানের জমি ঝুঁকিতে

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মোঃআল আমিন, মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রাম, এই গ্রামের উত্তর দিক দিয়ে বোয়ালিয়া নদী চলে গেছে, নদী থেকে একটি দল ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বেশ কয়েক দিন যাবত।

এই ভাবে বালু উত্তোলনের ফলে বোয়ালিয়া নদীর দুই পাশের ধানের জমি গুলো নদীর পাড় ভেঙে যে কোন সময় নদীতে মিশে যেতে পারে।

হরিশ্যামা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,আমরা তো জানি এই ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা আইনত অবৈধ,তারপর ও কি ভাবে উনারা বালু উত্তোলন করতেছেন?তাছাড়া সবচেয়ে বড় সমস্যা বোয়ালিয়া নদীর দুই পাড়ের ফসলী জমি গুলো। যে অবস্থা দেখলাম যে কোন সময় বোয়ালিয়া নদীর দুই দিকের পাড় ভেঙে নদীতে মিশে যেতে পারে।আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.