মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বার বার প্রকাশ্যে নৌকায় ভোট চাইলেও দলীয় ভাবে কোন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না।বেশ কিছু দিন আগে নৌকায় ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তাছাড়া স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা,অনলাইন এবং বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে ও নিউজ করা হয়।কিন্তু দলীয়ভাবে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। আবারও সেই চেয়ারম্যান আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিভিন্ন প্রচারণায় অংশ নিতে দেখা যায়।নির্বাচন চলাকালীন ফেসবুকে ভিডিও সহ বিভিন্ন ছবি ভাইরাল হয় কিন্তু দলীয় কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।এতে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে ক্ষোভ প্রকাশ করছেন
বিভিন্ন সুত্রের মাধ্যমে জানা যায়,উপজেলা বিএনপি, জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি সহ সবাইকে তার বিষয়ে জানানো হলেও এখন পর্যন্ত কোন রকম শাস্তির আওতায় আনা হয় নি।