মোঃআল আমিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষা অত্যন্ত ভালো ভাবে অনুষ্ঠিত হয়েছে।তথ্য নিয়ে জানা যায় প্রথম দিনে ১১ জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪ইং) মাধবপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরিক্ষা ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।প্রথম দিনে মোট পরিক্ষার্থী সংখ্যা ছিল ৩০০৯ জন এরমধ্যে এসএসসি পরিক্ষার্থী ২৬০৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৫৯৭ জন, ৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দাখিল পরিক্ষার্থী মোট ২৬৩ জনের মধ্যে ২৬০ জন উপস্থিত ছিলেন, ৩ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ভোকেশনালে ১৪২ জন পরিক্ষার্থীর মধ্যে ১৪১ জন পরিক্ষার্থী উপস্থিত ছিলেন,১ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাধবপুর উপজেলার(ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃসিরাজুল হক জানান, এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে কোন পরিক্ষার্থী বহিষ্কার হয়নি।অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।