হাজী কাজী নজরুল ইসলামঃ
মাঘের শীতে হুঙ্কার দিয়েছে
বাঘেও ভয়ে কাঁপে।
এই শীত শৈত্যপ্রবাহ সাজিয়া
বাড়িবে ধাপে ধাপে।
ঠান্ডা লাগে এমন পরিস্থিতিতে
বারনে রাখিনে মন।
শিশু কিশোর বৃদ্ধ রুগীদেরকে
করিবে বেশী যতন।
ঠান্ডা সকল বয়কট করি সবাই
বৈদ্য তাড়াতে পারি।
যতনে রতন সম, সচেতন হইলে
যাতনা দিবে যে আড়ি।