মাঘের এই রাতে

আববাওয়া আবহাওয়া কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

হাজী কাজী নজরুল ইসলামঃ

সারাদিন যা পোশাক পরিয়াছি
দ্বিগুণ পরিয়াছি রাতে।
মাঘের শীতে কাবু করিয়া দিল
কখন যে পৌঁছিব প্রাতে।

এত বড় রাত পোহাতে পোহাতে
আল্লাহর ভরসা যপি।
আছে পাশে, হিটারের সাহায্যেই
শীতেকে বিরক্ত করি।

নিরুপায় মানুষের মনে পড়ে কথা
ব্যতিথ হয় এই প্রাণ
কি করে সাহায্যে, করিব ওদেরে
নিজেরও বাঁচেনা যান।

বয়সের ভারে, অবহেলায় যাহারা
কত ঘরে রয়েছে যারা।
কতো বুড়ো বুড়ি দেখার কেউ নাই
কি করিতেছেন তারা।

শিশু কিশোর, অটিজম নির্বোধ–
বাক প্রতিবন্ধী কতো।
শীতের কষ্টে কাঁপিয়া মরিতেছে
দেশেতে শত শত।

আল্লাহ অসহাদের সহায় করো
শীতের তীব্রতা রোধে।
শীতেকে হাবিয়া না করে মাবুূদ
বান্দাকে রাখ সুখে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.