মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের স্মরণে লাকসাম বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা, লাকসাম:
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে লাকসাম বিএনপি নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর লাকসাম বিএনপির কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মহিন উদ্দিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবদুর রহমান বাদল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রেস সচিব মো. শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুর হোসেন চেয়ারম্যান, নুর নবী মজুমদার, পৌর বিএনপির সদস্য সচিব মো. গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ খসরু, বেলাল রহমান মজুমদার, মনির আহমদ, উপজেলা বিএনপির সদস্য মো. শাহিন মিয়া, মাহবুবুর রহমান মানিক প্রমুখ।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলাল, সদস্য সচিব নুরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেজবাহুল ইসলাম ফয়সাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ, সদস্য সচিব শাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, মাইলস্টোন স্কুলের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত শিক্ষার্থীদের জন্য আল্লাহর রহমত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

দোয়া মাহফিল শেষে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *