জি,এম,আমিনুর রহমান সংবাদদাতাঃ
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী পরানপুর বাজারে কৈখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ই জুন সোমবার বিকাল ৪টায় হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ‘রাসূলকে কটূক্তি, মানি না মানবো না’, এই স্লোগানে উপজেলার কৈখালী ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানরা একত্রিত হয়ে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদ জানায়।
নারায়ে তাকবির ধ্বনিতে উত্তপ্ত হয়ে উঠেছে কৈখালী সর্বস্তরের রাসুল প্রেমিক তৌহিদী জনতা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, রাসূলকে নিয়ে কটূক্তি কোনো মুসলমান মেনে নিতে পারে না। রাসূল আমাদের আদর্শ। তাঁর আদর্শ আমাদের রক্তে। তাই এক বিন্দু রক্ত থাকা অবস্থায় রাসূলের নামে কোনো অবমাননা মেনে নেয়া হবে না। মানববন্ধন থেকে ভারতীয় পন্য বয়কটের ডাক দেয় বক্তারা।
উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মাওলানা মাহমুদুল হাসান ইস্রাফিল ও হাফেজ মাওঃআশারাফুল ইসলাম, সভাপতি মোঃ আকতার সরদার ভুমিদাতা ও সাধারণ সম্পাদক মোঃনুর ইসলাম গাজী ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।