শাহরাস্তি সংবাদদাতাঃ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ২ শীর্ষ নেতা কর্তৃক পৃথিবীর সফল ও শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সেলস রিপ্রেজেনটেটিভ সংগঠন।
শনিবার (১৮ই জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের ঠাকুরবাজার থেকে শুরু করে কালিবাড়ী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরবাজার চৌধুরী মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন এস.আর সংগঠনের উপদেষ্টা মাসুদ আলম পাইলট।
আরো বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মামুন হোসেন এবং সেক্রেটারি নিরব ফয়সাল।
বিক্ষোভ মিছিলে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের উগ্রবাদী বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দরা প্রায়ই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন এক হয়ে ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।
বিশ্ব মুসলিম এক হয়ে ইসলাম ধর্ম অবমাননাকারী,নবী মোহাম্মদ(সঃ) কে অবমাননাকারী, পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে মন্তব্য করেছেন তা ন্যাক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
ভারতের সরকারদলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে আমরা এই নাস্তিক মোরতাদদের অনতিবিলম্বে জনসম্মূখে ফাঁসি চাই।
বক্তারা আরো বলেন ইসলাম,নবী মোহাম্মদ (সাঃ) ও কুরআনকে নিয়ে যারাই অবমাননাকর মন্তব্য করবে তাদের বিরুদ্ধে শাহরাস্তি এস.আর সংগঠন ঘরে বসে থাকবেনা, ঈমানী প্রতিবাদ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।