মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রতিবাদে নিটারের শিক্ষার্থীদের বিক্ষোভ

আরো ইসলামিক ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

রুবেল আকন্দ, নিটার থেকেঃ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুন) সকাল ৯:৩০ মিনিটে ইনস্টিটিউটের ইয়ার্ণ চত্বর থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে শ্লোগান দিতে দিতে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে নিটারের প্রধান ফটকের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নিটারের সাধারণত শিক্ষার্থীদের সাথে বেশ কয়েকজন শিক্ষকরাও যোগদান করেন।

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সাম্প্রদায়িক এ ইস্যুতে গত কয়েকদিন ধরে পুরো দেশ হৈচৈ করলেও ভারত সরকার তাতে বিন্দুমাত্র মাথা ঘামায়নি। এরপর কাতার সরকার দোহাতে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বিজেপি মুখপাত্রের বক্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলার পর নরেন্দ্র মোদীর সরকার নড়েচড়ে বসে। কাতার সরকারের পর কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব থেকে শুরু করে মুসলিম দেশগুলো একে একে ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে।

শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নিটারের টেক্সটাইল ডিপার্টমেন্টের অধ্যাপক এসএম আশিক বলেছেন, “রাসুলুল্লাহ (সা.) কে আমরা কখনো দেখি নি। কিন্তু যাকে কখনো দেখি নি যার কথা সরাসরি তার মুখ থেকে শুনি নি, হাজার বছর পরও তার প্রতি ভালোবাসা আমাদের হৃদয় থেকে এক বিন্দুও কমে নি; এই উম্মাহকে কখনোই রাসুলুল্লাহ (সা.) এর ভালবাসা দিয়ে পরীক্ষা করা যায় না। রাসুলুল্লাহ (সা.) আল্লাহর তরফ থেকে যে শরীয়ত নিয়ে আসতেন এই শরীয়াহ দ্বারা নিরাপত্তা আসবে না কথাটি সম্পূর্ণ ভুল। তিনি যে শরীয়াহ, দ্বীন নিয়ে এসেছেন, তা শুধু মুসলমানদের জন্য নয়, তাতে পুরো মানবজাতি ও দুনিয়ার সমস্ত পশুপাখির জন্য নিরাপত্তা রয়েছে। আজ পুরো দুনিয়ায় যে অসাম্প্রদায়িক দাংগা, সংঘাত, সংঘর্ষ হচ্ছে তার মূল কারণ ইসলামের শিক্ষা না থাকা।

ইইই ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক মোঃ মামুন উর রশিদ বলেছেন, “নবীজিকে নিয়ে যে কটুক্তি করা হয়েছে তা শুধু আমাদের বাঙালি জাতির জন্য নয় পুরো মুসলমান জাতির জন্য ধিক্কারজনক। যারা নবীজিকে নিয়ে কটুক্তি করেছেন আমরা তাদের কঠোর নিন্দা জানাই। অন্তরের অন্তঃস্তল থেকে আমরা তাদের ঘৃণা করি।

নিটারের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম ব্যাচের আইপিই ডিপার্টমেন্টের শিক্ষার্থী আব্দুল্লাহ আজিজ বলেন, “মহান আল্লাহ তায়াল কুরআনে বলেছেন, আমি মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে তোমাদের জন্য রহমতস্বরূপ প্রদান করেছি। ঐ কাফের মুকতাদরা সেই নবীকে অপমান করেছেন। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, কারো মনের ভিতর যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তবে সে কখনো মুমিন হতে পারবে না। তাই প্রতিটি মুসলমানের ইমানী দায়িত্ব ইমানী কর্তব্য নবীর অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

নিটারের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে নূপুর শর্মা ও নাভিন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বাংলাদেশ সরকার এই বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য না করলেও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যর প্রতিবাদে বাংলাদেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *