ভূরুঙ্গামারী সংবাদদাতাঃ
সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সা. ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি. কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছে ইসলামী যুব আjন্দোলন- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার আওতাধীন সোনাহাট ইউনিয়ন শাখা।
আজ শুক্রবার (১০ জুন) দুপুর ৩ টায় সোনাহাট কলেজ মোড় থেকে বের হওয়া ইসলামী যুব আন্দোলন সোনাহাট ইউনিয়ন শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবী জানানো হয়।
সমাবেশে সংগঠনের থানা শাখার পরমর্শ পরিষদের সদস্য এস এম মনিরুজ্জামান বলেন, এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, এহেন অসভ্য কর্মকাণ্ডের প্রতিবাদ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে। বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকেও অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।
তিনি বলেন, এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে উঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে।
সোনাহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার (উত্তর) সিনিয়র সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী থানা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম, এইচ.পি ব্লাড ব্যাংক-ভূরুঙ্গামারীর সাধারণ সম্পাদক মুহাম্মাদ শেখ ফরিদ, তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রউফ মন্ডল প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সোনাহাট ক্যাম্পের মোড় হয়ে বাজারে এসে মোনাজাতের মাধ্যমে শেষ করে।