লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
বরুড়া উপজেলা পরিষদের একটি দরপত্র আহ্বান করা হলেও রহস্যজনক কারণে ইজিপি (অনলাইনে) ওপেন করা হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী ঠিকাদাররা নিরুপায় হয়ে নিয়মমত অনলাইন টেন্ডার ওপেন করার জন্য ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেন।
গত ৫ নভেম্বর ওই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে অনলাইনে টেন্ডার ওপেন করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের স্বাক্ষরে একটি পত্র বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট প্রেরণ করা হলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে সংশ্লিষ্ট ঠিকাদারেরা ভোগান্তির মধ্যে পড়েছেন।
ভ‚ক্তভোগী ঠিকাদার ও তাদের দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট বরুড়া উপজেলা পরিষদের প্রায় ৫৪ গ্রæপের একটি দরপত্র আহবান করা হয়, যা ইজিপি (অনলাইনে) লাইভে ছিল।
গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে টেন্ডার জমার শেষ তারিখ ছিল ৩১ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত। এরপর ১২ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্রের সময় বর্ধিত করা হয়।
উক্ত সময়ের মধ্যে টেন্ডার ওপেন করার কথা থাকলেও দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দরপত্র ওপেন না করে সময়ক্ষেপণ করতে থাকেন। এতে ঠিকাদাররা প্রথমে ইউএনও এবং পরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করলেও এর কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী ঠিকাদারদের পক্ষে ১ নম্বর অভিযোগকারী মেসার্স শাহ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারি মো. জসীম উদ্দিন শাহ বলেন, এ বিষয়ে স্থানীয় এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে ইউএনওকে সুপারিশ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে আমরা (ঠিকাদারগগণ) ব্যাংক ঋণসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই নিরুপায় হয়ে আমরা গত ১২ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেছি। ওই মন্ত্রণালয় থেকে ইজিপি টেন্ডার ওপেন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গত ৫ নভেম্বর বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকপত্র প্রেরণ করা হয়েছে বলে জেনেছি। যার অনুলিপি এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব, কুমিল্লা জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিবের নিকটও প্রেরণ করা হয়। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত টেন্ডার ওপেনের বিষয়ে কোনোরুপ ব্যবস্থা নেয়া হয়নি।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।