এম, নুরুননবী চৌধুরী সেলিম , মনোহরগঞ্জ থেকেঃ
কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম উপজেলার ৪নং উত্তর ঝলম ইউনিয়নের চৌরাইশ গ্রামের পন্ডিতবাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র৷ মনোহরগঞ্জ থানা ও পুলিশ সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত তপন কুমার বাগচী ও এসআই মিজানুর রহমান, এএসআই ইমদাদ সহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত ৯.৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ আসার খবর টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে বলে জানা যায়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম জানান, কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ফারুক আহমেদ মহোদয়ের নির্দেশ মোতাবেক জেলার ন্যায় আমরা থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছি৷ তারই প্রেক্ষিতে চৌরাইশ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছি। সে দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে গাঁজা ক্রয় করতো। গ্রেফতারকৃত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে বুধবার কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদেরকে গ্রেফতার করার জন্য স্থানীয় এলাকাবাসীর সহযোগীতা চেয়েছেন মনোহরগঞ্জ থানার ওসি মোঃ শফিউল আলম ।